• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কানাডায় ছড়িয়ে পড়ছে দাবানল, পালাচ্ছেন শহরের বাসিন্দারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০১:৪৪ পিএম
কানাডায় ছড়িয়ে পড়ছে দাবানল, পালাচ্ছেন শহরের বাসিন্দারা
ছবি: সংগৃহীত

কানাডার ছড়িয়ে পড়া দাবানল সামলাতে পারছেন না দমকলকর্মীরা। আগুন থেকে বাঁচতে সেখানকার বাসিন্দারা নানাভাবে এলাকা ছাড়ছেন। কর্মকর্তারা বলছেন, যারা বৃহস্পতিবার দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেও বিমানে উঠতে পারেননি, তারা শুক্রবার ও শনিবারে যেতে পারবেন।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইয়োলোনাইফ থেকে ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে রয়েছে দাবানলটি। ধারণা করা হচ্ছে শনিবার (১৯ আগস্ট) দাবানলটি শহরের প্রান্তে পৌঁছে যাবে। ইয়োলোনাইফ শহরে প্রায় ২০ হাজার মানুস বাস করে।

কর্তৃপক্ষ শহরটির বাসিন্দাদের শুক্রবার (১৮ আগস্ট) দুপুরের মধ্যে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইয়োলোনাইফের পাশের এলাকা থেকেও মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইয়োলোনাইফের বাসিন্দারা এ অবস্থায় সড়ক, বিমান যে পথে পারছেন, তাতেই পালাচ্ছেন। এ সময় দেশটির বড় দুই এয়ারলাইন্স ভাড়া বৃদ্ধি করে সমালোচনার মুখে পড়েছে।

আঞ্চলিক ফায়ার সার্ভিস জানিয়েছে, সামনে খুব কঠিন দিন আসছে। আগামী দুই দিনে আগুন ইয়েলোনাইফ শহরে চলে আসবে।
ওয়াইল্ড ফায়ার সার্ভিসের পরিচালক ক্লিফ চ্যাপম্যান বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সবচেয়ে কঠিন সময় হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি কানাডায় দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে এক হাজার সক্রিয় দাবানল রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এ সমস্যা আরও বাড়ছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!