• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশ থেকে হিন্দুরা নয়, কারা বেশি ঢুকছে ভারতে, জানালেন মুখ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৩:৩০ পিএম
বাংলাদেশ থেকে হিন্দুরা নয়, কারা বেশি ঢুকছে ভারতে, জানালেন মুখ্যমন্ত্রী
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ‘বাংলাদেশ থেকে হিন্দু বা মুসলিম নয়, বরং রোহিঙ্গারাই সবচেয়ে বেশি আসামে অনুপ্রবেশের চেষ্টা করছে।’ সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে হিমন্ত এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ জানিয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে হিন্দুধর্মের মানুষ ভারতে আসার চেষ্টা করবে, এমন অনুমান করা হলেও বাস্তবে বেশির ভাগ ক্ষেত্রে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেশি দেখা যাচ্ছে।’ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তিনি জানান, গত দুই মাসে বাংলাদেশ থেকে ভারতের আসাম ও ত্রিপুরায় অনুপ্রবেশের চেষ্টাকালে ১৩৮ জনকে শনাক্ত করা হয়েছে। 

হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসন ঠেকাতে রাজ্যগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আসাম ও ত্রিপুরা এই দিকে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে।’ তিনি পশ্চিমবঙ্গ সরকারকে বিএসএফকে সহযোগিতা করার এবং অনুপ্রবেশকারীদের শনাক্ত করার আহ্বান জানান।

Link copied!