মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টা নাগাদ সব রাজ্যই ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন অঙ্গরাজ্যের ফল ঘোষণা শুরু হবে। কিন্তু সেই সময় কোথায় থাকবেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প?
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফল ঘোষণার সময় কমলা হ্যারিস ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে তার সমর্থকদের সঙ্গে থাকবেন। আর নির্বাচনের ফল জানতে আগের মতোই ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে বন্ধু ও পরিবারের সঙ্গে অপেক্ষায় থাকবেন ট্রাম্প।
নির্বাচনের রাতে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে থাকার বিষয়ে আটলান্টা রেডিওকে কমলা হ্যারিস বলেছেন, “শ্রেণি প্রতিনিধি হিসেবে হাওয়ার্ড ইউনিভার্সিটিতেই প্রথম অফিস ছিল আমার। আর আজকের রাতে সেখানে ফিরে যাওয়াটাই হবে আমার জন্য এক দারুণ বৃত্ত পূরণ।”
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় মার-এ-লাগোতে বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে নির্বাচনের রাতে ফলের অপেক্ষা করবেন। এ বিষয়ে তিনি নিজে কিছু না জানালেও, তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানায়, এরইমধ্যে মার-এ-লাগোতে নিজের ঘনিষ্ঠ ব্যক্তিদের রাতের খাবারের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। অবশ্য তার প্রচার দলের পক্ষ থেকে ওয়েস্ট পাম বিচে নির্বাচন ও এর ফল ঘোষণা পর্যবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প এবং ইলন মাস্ক একসঙ্গে নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করার পরিকল্পনা করেছেন। একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস জানিয়েছে, ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে একটি ছোট দল নিয়ে যোগ দেবেন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মালিক ইলন মাস্ক।