ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বলে কথা! বিয়ের তারিখ জুলাই মাসে হলেও প্রাক্-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছিল মার্চ মাস থেকে। গুজরাটের জামনগরে ধুমধাম করে ৩ দিন ধরে কোটি কোটি টাকা খরচ করে আয়োজন করা হয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ অনুষ্ঠান।
এবার দ্বিতীয় প্রাক্-বিবাহ অনুষ্ঠানের পালা। তবে ভারতে নয়, অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ইতালিতে। ইতিমধ্যেই বলিউডের তারকারা একে একে পৌঁছতে শুরু করেছেন সেখানে। ইতালিতে বিলাসবহু ক্রুজ ভাড়া করা হয়েছে প্রাক্-বিবাহ অনুষ্ঠানের জন্য। ২৯ জুন থেকে ১ তারিখ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
এই ক্রুজটি ভাড়া করতে কত খরচ হয়েছে? ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এই বিলাসবহুল ক্রজটি ভাড়া করতে মুকেশ আম্বানি প্রায় ৯০০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৫০০ কোটি টাকা) খরচ করেছেন। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের জন্য ক্রুজের যে স্যুইটগুলি ভাড়া করা হয়েছে, তার প্রত্যেকটির জন্য খরচ হয়েছে প্রায় ৬০ লাখ টাকা।
প্রায় ৬০০ অতিথিকে নিয়ে দক্ষিণ-ফ্রান্স থেকে পাড়ি দিয়েছে বিলাসবহুল একটি জাহাজ। দীর্ঘ পথ অতিক্রম করে ইতালিতে ফিরবে। দক্ষিণ ফ্রান্সের যে ক্রুজে অনন্ত এবং রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে, তা আদতে একটি ভাসমান প্রাসাদ। যে কোনো বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এই ক্রুজ।