শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। হাজার হাজার ভবন ধসে পড়েছে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়ে দুই দেশের কয়েকটি শহর। একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। এরমধ্যে জীবিত উদ্ধার হচ্ছেন অনেকে।
তুরস্কের আদানা শহরে ভারী যন্ত্রাদি নিয়ে রাতভর উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যান। ফ্ল্যাশ লাইট নিয়ে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়া লোকজনকে খোঁজা হয়।
উদ্ধারকারীরা জীবিত বা কারও মরদেহ উদ্ধার করতে পারলেই মাঝে মাঝে উদ্ধারকাজ বন্ধ থাকে কিছুক্ষণ। এসময় ‘আল্লাহু আকবার’ ধ্বনিত হয় চারদিকে।
দক্ষিণাঞ্চলের এই শহরে তুরস্কের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দল উদ্ধারচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই শহর আশ্রয়হীন লোকজনে ভর্তি হয়ে গেছে। যারা বাড়ি ছেড়েছেন, তারা ভূমিকম্পের পর কম্পনের ভয়ে ফিরে যেতে ভয় পাচ্ছেন।
এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। পরে দুপুরের দিকে ৭ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার মানুষ হতাহত হয়।