• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাম্পের ওপর হামলাকারী সম্পর্কে যা জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৩:১৬ পিএম
ট্রাম্পের ওপর হামলাকারী সম্পর্কে যা জানা গেল
হামলার শিকার ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই। এর আগে সংস্থাটি ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটিকে ‘হত্যা চেষ্টা’ বলেছে। স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) রাতে পেনসিলভানিয়ায় এক সমাবেশে অতর্কিত সেই হামলার ঘটনা ঘটে।

সেই ঘটনার ভিডিওতে দেখা গেছে, সমাবেশে বক্তব্য দেয়ার মধ্যে হঠাৎ করেই ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন। এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে কানের কাছে রক্ত দেখা যাচ্ছিলো।

এর কয়েক ঘণ্টা পর এফবিআই যে সংবাদ সম্মেলন করে সেখানে সংস্থাটির কর্মকর্তা কেভিন রোজেক বলেন, “আজ আমাদের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যা হয়েছে তাকে আমরা হত্যা চেষ্টা বলছি।” কেভিন আরও জানান, এফবিআই কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছেন।

তবে সংবাদ সম্মেলনে জানানো হয়, গুলিবর্ষণের আগ মুহূর্ত পর্যন্ত ট্রাম্পের সমাবেশের পাশের ভবনের ছাদে কেউ যে অবস্থান করছে, তা আগে থেকে জানা ছিল না আইন প্রয়োগকারী সংস্থাগুলোর।

শেষ অবধি হামলাকারীর নাম প্রকাশ করেছে এফবিআই। তার নাম থমাস ম্যাথিউ ক্রুকস। বয়স মাত্র ২০ বছর। যিনি পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকা থেকে এসেছেন। হামলাকারী যে এলাকা থেকে এসেছেন সেটি ট্রাম্প যেখানে সমাবেশ করছিলেন সেখান থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। অবশ্য, সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে হামলাকারী ম্যাথিউ নিহত হয়েছেন।

যদিও এফবিআই-এর সংবাদ সম্মেলনে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কেউ উপস্থিত ছিলেন না। তবে পেনসিলভানিয়া স্টেট পুলিশের লেফটেনেন্ট কর্নেল জর্জ বাইভেনস বলেছেন, ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা বীরত্বের পরিচয় দিয়ে বন্দুকধারীকে যথাযথ জবাব দিয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!