• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশে অর্থসহায়তা নিয়ে প্রশ্নের জবাবে যা বলল যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০২:১৫ পিএম
বাংলাদেশে অর্থসহায়তা নিয়ে প্রশ্নের জবাবে যা বলল যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউএসএআইডি-তে দেওয়া সহায়তা নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তারা নিজেদের অবস্থান জানায়।

ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল, সম্প্রতি প্রেসক্লাবে বাংলাদেশি-মার্কিনিরা একটি সংবাদ সম্মেলন করে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরকে আহ্বান জানায় তারা যেন বাংলাদেশে ইউএসএআইডির মাধ্যমে আসা সহায়তা কোথায় ব্যয় হয়ে তা খতিয়ে দেখে। আসলেই কি দপ্তর এই আহ্বানে সাড়া দিয়ে তা খতিয়ে দেখছে।

জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘আমি আবারও বলছি, যে কোনো বিষয়েই সম্ভাব্য যা ঘটছে, আমরা সে বিষয়ে প্রশ্ন গ্রহণ করব এবং পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেব।’

Link copied!