ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “২০০৮ সালে মুম্বাই হামলার জবাব তৎকালীন সরকার সেভাবে দিতে পারেনি। কিন্তু আমরা উরি ও বালাকোট হামলার মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছি।”
শুক্রবার (৬ নভেম্বর) ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন এস জয়শঙ্কর। আত্মরক্ষার প্রশ্নে ভারত আর আগের মতো নেই বলে তিনি এ মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০০৮ সালের ২৬ নভেম্বর (২৬/১১ নামে পরিচিত) পাকিস্তান থেকে সমুদ্রপথে মুম্বাইয়ে এসে হামলা চালিয়েছিল পাকিস্তানি সন্ত্রাসীরা। ওই হামলায় ১৮ জন নিরাপত্তা কর্মীসহ ১৬৬ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছিলেন।
এরপর ২০১৬ সালে ১৮ সেপ্টেম্বর উরি সেনা ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তানি সন্ত্রাসীরা। ওই হামলায় ১৯ জন ভারতীয় সেনা সদস্য নিহত হন।
ওই হামলার পর পাকিস্তানকে ‘শিক্ষা’ দিতে ১০ দিন পরই অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত।
এরপর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহত হন। সেই হামলার বদলা নিতে বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী।
এসব প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, “অতীতে ভারত ২৬/১১-র কোনো জবাব দেয়নি। কিন্তু আমরা পাকিস্তানকে জবাব দিয়েছিলাম উরি ও বালাকোট স্ট্রাইকের মাধ্যমে।”