প্রিয়াঙ্কাকে সুযোগ না দেওয়ায় কংগ্রেস সদস্যদের ওয়াকআউট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৯:৩৬ পিএম
প্রিয়াঙ্কাকে সুযোগ না দেওয়ায় কংগ্রেস সদস্যদের ওয়াকআউট
ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিজয় দিবসে হিন্দু ও সংখ্যালঘুদের রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য মোদি সরকারের প্রতি আহ্বান জানান।

সোমবার (১৬ ডিসেম্বর) ভারতের লোকসভার জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেত্রী এ আহ্বান জানান। এসময় শ্রদ্ধা জানান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড।

পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঘটনা স্মরণ করে প্রিয়াঙ্কা গান্ধী মুক্তিযুদ্ধে লড়াই করা শহীদ, সৈনিক ও সাহসী মানুষদের প্রতি শ্রদ্ধা জানান যাদের জন্য বিজয় সম্ভব হয়েছিল।

এ প্রসঙ্গে লোকসভায় প্রিয়াঙ্কা আরও বলেন, “সে সময় ভারত একা ছিল। পুরো বিশ্ব আমাদের কথা শোনেনি। বাংলাদেশে যা ঘটছিল, আমাদের বাংলা ভাই-বোনদের কণ্ঠস্বর কেউ শুনতে চাইছিল না। কিন্তু তখন ভারতের জনগণ একত্রিত হয়েছিল, তাদের সেনাবাহিনী এবং দেশের নেতৃত্বের পাশে দাঁড়িয়েছিল।”

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতন প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “ভারত সরকারকে এই বিষয়ে জোরালো অবস্থান নিতে হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নির্যাতিতদের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে হবে।”

তবে একাত্তরের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে আরও কথা বলার সময় না দেওয়ার অভিযোগে কংগ্রেস সাংসদরা পরে লোকসভা থেকে ওয়াকআউট করেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!