• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো নিয়ে যা বলল মালয়েশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০৭:০৬ পিএম
জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো নিয়ে যা বলল মালয়েশিয়া
ডা. জাকির নায়েক। ছবি: সংগৃহীত

ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে প্রত্যার্পণের জন্য ভারতের অনুরোধের বিষয়ে মালয়েশিয়া যে কোনো প্রমাণ গ্রহণের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জাকির নায়েক মালয়েশিয়ায় ভারতের বিরুদ্ধে বিতর্কিত কিছু বলেননি বলেও উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বর্তমানে ভারত সফরে রয়েছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, “জাকির নায়েক যতক্ষণ সমস্যা তৈরি না করেন বা নিরাপত্তার জন্য হুমকি না হন, আমরা ততক্ষণ বিষয়টিকে স্থির থাকতে দেব। কিন্তু ভারত আইনের অধীনে তাকে ফেরত পাঠানোর জন্য যে কোনো প্রমাণ দিলে আমরা তা গ্রহণ করতে প্রস্তুত।”

এর আগে দিল্লিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন।

ভারতের মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা ডা. জাকির নায়েকের বিরুদ্ধে ২০১৬ সালে ঘৃণা ছড়ানো এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়। ওই বছরই তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন। তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জাকির নায়েককে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেন।

Link copied!