আজারবাইজান এয়ারলাইনসের ফ্লাইট জে২-৮২৪৩ উড়োজাহাজটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আঘাতে ভূপাতিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত চারটি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিধ্বস্তের ঘটনা নিয়ে আজারবাইজানের তদন্তের ব্যাপারে অবহিত দেশটির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, উড়োজাহাজটিকে রাশিয়ার প্যান্টসির-এস আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে আঘাত করা হয়েছিল। গ্রজনিতে যাওয়ার সময় উড়োজাহাজটির যোগাযোগ অকার্যকর হয়ে গিয়েছিল ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার কারণে।
এদিকে এ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তদন্তের মধ্য দিয়ে একটি উপসংহারে পৌঁছানোর আগে কোনো অনুমান দাঁড় করানো ঠিক নয়।
রাশিয়ার উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার ভাষ্য, উড়োজাহাজটি জরুরি পরিস্থিতির মুখে পড়েছিল, যা পাখির আঘাতের কারণে হতে পারে।
কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী কানাত বজুমবায়েভ বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে, এ কথা তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না। আবার অস্বীকারও করতে পারছেন না।
বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাজটি (ফ্লাইট জে২-৮২৪৩) ‘বিধ্বস্ত’ হয়। এতে ৩৮ জন নিহত হন। উড়োজাহাজটিতে যাত্রী-ক্রু মিলে ৬৭ আরোহী ছিলেন।