ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা রিয়াজুল হক তার প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে একে-৪৭ রাইফেল উপহার দিয়েছেন। রাইফেল উপহার দেওয়ার এ ঘটনা রাজ্যজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াজুল হক একটি ছবি শেয়ার করেন। তাতে দেখা যায় তার স্ত্রী সাবিনা ইয়াসমিন একটি একে-৪৭ রাইফেল হাতে ধরে আছেন।
ছবি প্রকাশের পর বিজেপি ও সিপিএম-এর স্থানীয় নেতারা অভিযোগ করেন, ওই পোস্টের মাধ্যমে তালেবান শাসনের প্রচারণা চলানো হচ্ছে। সমালোচনার মুখে রিয়াজুল সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবিটি সরিয়ে নেন।
রিয়াজুল পরে দাবি করেন, তার স্ত্রীর হাতে থাকা রাইফেলটি একটি খেলনা ছিল। তিনি বলেন, “অবৈধ কিছুই ঘটেনি। আমার স্ত্রীর হাতে একটি খেলনা বন্দুক ছিল। যেহেতু এটি একটি খেলনা বন্দুক, তাই আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।”
তিনি আরও জানান, অনেকেই বন্দুকটির ব্যাপারে জিজ্ঞেস করায়, তিনি ছবিটি সরিয়ে নিয়েছেন।
এদিকে বিজেপি এ ঘটনার তদন্ত দাবি করেছে।
রিয়াজুল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন। কয়েক মাস আগে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।