• ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০, ২২ রমজান ১৪৪৬

ইউটিউব দেখে নিজের পেট কাটলেন যুবক, দিলেন ১১ সেলাই, অতঃপর...


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০২:৫১ পিএম
ইউটিউব দেখে নিজের পেট কাটলেন যুবক, দিলেন ১১ সেলাই, অতঃপর...
ইউটিউব দেখে নিজের পেট কাটলেন যুবক

ইউটিউব দেখে নিজেই নিজের শরীরে অস্ত্রোপচার করলেন? এমন কাণ্ড ঘটিয়েছেন ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনের এক যুবক! অসহ্য পেটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইউটিউব দেখেই বাড়িতে পেট কেটে ফেলেন তিনি। এমনকি ১১টা সেলাইও করেন। এখন হাসপাতালে চিকিৎসা চলছে ওই যুবকের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বৃন্দাবনের সুনরাখ গ্রামের বাসিন্দা রাজা বাবু বেশ কয়েক দিন ধরেই অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বারবার ডাক্তারের কাছে গেলেও ব্যথা থেকে রেহাই মেলেনি। অবশেষে নিজেই নিজের চিকিৎসা করবেন বলে স্থির করেন রাজা।

গত বুধবার তিনি মোবাইলে ইউটিউব খুলে বসেন। প্রথমে প্রয়োজনীয় জিনিসপত্রের একটা তালিকা করেন। সেইমতো ওষুধের দোকান থেকে সেলাইয়ের ব্লেড, অ্যানেস্থেসিয়ার ইনজেককশন, প্লাস্টিকের সুতো কিনে আনেন।

এরপর নিজেই নিজেকে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দেন। তাই কিছু বুঝতে পারেননি। পেটে কেটে ১১টা সেলাই করে ফেলেন। কিন্তু ধীরে ধীরে অ্যানেস্থেসিয়ার প্রভাব কাটতেই শুরু হয় তীব্র যন্ত্রণা। ছটফট করতে করতে চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনে আসেন আশপাশের প্রতিবেশীরা। সবাই মিলে রাজাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে আরেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

Link copied!