চলছে ভোট গ্রহণ, ব্যালট পূরণ করতেই ১০ মিনিট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৮:২৮ পিএম
চলছে ভোট গ্রহণ, ব্যালট পূরণ করতেই ১০ মিনিট
চলছে ভোটগ্রহণ।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটারেরা। ভোট গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫টায়। সবার আগে ভারমন্ট অঙ্গরাজ্যে ভোট শুরু হয়। এরপর ৬টা থেকে অন্য রাজ্যগুলোতেও ভোট শুরু হয়। তবে কখন ভোটগ্রহণ শেষ হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেট প্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এমন আভাস দিয়েছে বিভিন্ন জনমত জরিপ। তাছাড়া বিশ্লেষকরাও তাই ভাবছেন।

ভোট দিতে ১০ মিনিট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপার দীর্ঘ হওয়ায় ভোটারদের ভোট দিতে অন্তত ১০ মিনিট সময় হাতে রাখতে হচ্ছে। তথ্যমতে, প্রতিটি দুই কিংবা তিন পাতার ব্যালট পেপারে শুধু প্রেসিডেন্ট প্রার্থীদের নামই যে রয়েছে তা নয়। বরং পার্লামেন্টের উভয়কক্ষের (প্রতিনিধি পরিষদ ও সিনেট) প্রার্থীদের নামও আছে।

এছাড়াও ব্যালট পেপারে কমিউনিটি পরিষেবায় অর্থায়নের মতো স্থানীয় নানা উদ্যোগ ও প্রস্তাবের পক্ষে–বিপক্ষে ভোট দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এসব কারণে অঙ্গরাজ্য বা এলাকাভেদে ব্যালটের আকারও ছোট বা বড় হয়। অন্তত ১০ মিনিট করে লাগে একেকটি ব্যালেট পেপার পূরণ করতে।

যেসব অঙ্গরাজ্য বেশি গুরুত্বপূর্ণ
দোদুল্যমান ৭ অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়া ও মিশিগান। যে দুটি অঙ্গরাজ্যে যথাক্রমে ১৯ ও ১৫টি করে মোট ৩৪টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। যে কারণে দুই প্রার্থীই এই দুটি অঙ্গরাজ্যের মাধ্যমেই নিজ নিজ প্রচারণা শেষ করেছেন। ডোনাল্ড ট্রাম্প মিশিগানে আর কমলা হ্যারিস পেনসিলভানিয়াতে শেষ প্রচারণা চালিছেন।

তথ্যমতে, বিগত ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জো বাইডেন দুই অঙ্গরাজ্যেই জয় পেয়েছিলেন। তবে এবার দুই অঙ্গরাজ্যেই সমান সমান লড়াই চলছে ট্রাম্প আর কমলার মধ্যে। অনেকের ধারণা, এই দুই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটার হিসাবই নির্ধারণ করবে জয়-পরাজয়।

Link copied!