• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মণিপুরে সহিংসতা থামছেই না, মন্ত্রীর বাড়িতে বিস্ফোরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৭:২১ পিএম
মণিপুরে সহিংসতা থামছেই না, মন্ত্রীর বাড়িতে বিস্ফোরণ
মণিপুরে সহিংসতা। ছবি : সংগৃহীত

বেশ কয়েক মাস ধরেই ভারতের মণিপুর রাজ্যে সহিংসতা চলছে, যা থামছেই না। এর ধারাবাহিকতায় শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজ্যের পশুপালন ও পরিবহন মন্ত্রী খাশিম ভাসুমের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়, খাশিম নাগা পিপলস ফ্রন্টের সদস্য। দলটি ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক। বিস্ফোরণে সময় তিনি বাড়িতে ছিলেন না। উখরুল থানা পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

মিয়ানমারের সীমান্তবর্তী এই রাজ্যে ৩২ লাখ মানুষের বসবাস। অনেকদিন ধরেই উত্তাল। থেমে থেমে এখানে সহিংসাতর ঘটনা ঘটছে। চাকরিতে কোটা এবং জমির অধিকার নিয়ে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতি ও সংখ্যালঘু কুকি-জো সম্প্রদায়ের মাঝে গত বছরের ৩ মে জাতিগত সহিংসতার সূত্রপাত হয়। এরপর থেকে কয়েক মাস ধরে রাজ্যজুড়ে দুই সম্প্রদায়ের মাঝে দফায় দফায় সংঘর্ষ চলে।

তবে গত বেশ কয়েকমাস ধরে একরকম বন্ধই ছিল। এরপর চলতি বছর সেপ্টেম্বরের শুরু থেকে আবারও সহিংসতা শুরু হয়। গত ১০ দিনে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

Link copied!