• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৪:১০ পিএম
দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরি

উত্তর কোরিয়ার হুমকির প্রতিবাদে যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে মহড়ায় যোগ দিয়েছে মার্কিন বিমানবাহী রণতরি রোনাল্ড রিগ্যান।

এএফপি জানায়, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে পারমাণবিক শক্তি চালিত মার্কিন এই রণতরি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রোনাল্ড রিগ্যান মোতায়েনের মাধ্যমে তারা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সক্ষমতার প্রদর্শন করেছে।

চলতি বছরের শুরু থেকে রেকর্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। তা ছাড়া সম্প্রতি নিজেদের পারমাণবিক অস্ত্র ব্যবহার সম্পর্কিত আইনেও আগ্রাসী পরিবর্তন এনেছে দেশটি। ফলে উত্তেজনা বেড়েই চলেছে এই অঞ্চলটিতে।

গত মে মাসে ক্ষমতায় আসার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ার বৃদ্ধির ঘোষণা করেছিলেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!