• ঢাকা
  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউস সানি ১৪৪৬

সামরিক সহায়তা নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৬:৫৫ পিএম
সামরিক সহায়তা নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা বাড়ানোর সুযোগ দিতে হবে, না দিলে ইসরায়েলের সামরিক সহায়তা কমিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত রোববার এই বিষয়ে ইসরায়েলকে একটি চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা সেখানে ইসরায়েলকে ৩০ দিনে সময়সীমা বেঁধে দিয়েছে।

বিবিসির তথ্যমতে, এখন পর্যন্ত এই চিঠিতেই সবচেয়ে কড়া ভাষা ব্যবহার করেছে ইসরায়েলের পরম এই মিত্র।

চিঠিতে বলা হয়, গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েল সেখানে ৯০ শতাংশ মানবিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলের পক্ষ থাকে জানানো হয়, তারা চিঠির বিষয়বস্তু খতিয়ে দেখছে। তারা খুবই গুরুত্ব সহকারে যুক্তরাষ্ট্রের আহ্বান বিবেচনা করছে।

এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর থেকে গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।

Link copied!