• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে মুসলিম হত্যার দায়ে সেনাসদস্যের ৫৫ বছরের কারাদণ্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০৫:৫০ পিএম
যুক্তরাষ্ট্রে মুসলিম হত্যার দায়ে সেনাসদস্যের ৫৫ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে এক মুসলিম যুবককে হত্যার দায়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে ৫৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। হত্যাসহ জাতিগত বিদ্বেষ ও ধর্মীয় অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, সাবেক ওই সৈনিককে একজন মুসলিম ব্যক্তিকে হত্যার জন্য ৫৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সাক্ষীরা জানান, তিনি মুসলিম শরণার্থী ওই যুবককে জাতিগত এবং ধর্মীয় অবমাননা করেছেন।

ইন্ডিয়ানাপোলিসের উত্তর-পশ্চিমে রাস্তার পাশে আফগান-আমেরিকান ৩২ বছর বয়সী মুস্তাফা আইয়ুবিকে গালিগালাজ করে গুলি করে হত্যা করার চার বছর পর মে মাসে ডাস্টিন প্যাসারেলিকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হলো।

আইয়ুবিকে মোট আটবার গুলি করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তারা। শরণার্থী হিসেবে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তিনি। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন নিহত আইয়ুবির পরিবার।

প্রসিকিউটররা জানিয়েছেন, অভিযুক্ত প্যাসারেলি ৪৬৫ দিন থেকে আইয়ুবিকে অনুসরণ করেছিল। তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্যাসারেলি বেশ কয়েকটি ইসলামোফোবিক স্লোর করেছিলেন এবং গুলি চালানোর আগে আইয়ুবিকে নিজ দেশে ফিরে যান বলে চিৎকার করেছিলেন।

ঘটনার দিন প্যাসারেলি পুলিশকে বলেছিলেন, আইয়ুবি তার গাড়ির জানালায় ঘুষি মারার চেষ্টা করে। পরে আত্মরক্ষায় তাকে গুলি করেছিলেন তিনি। যদিও পুলিশ প্যাসারেলির গাড়ির ক্ষতির কোনো প্রমাণ পায়নি।

ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা গেছে, আইয়ুবিকে একবার সামনে থেকে কাঁধে এবং সাতবার পেছন থেকে মোট আটবার গুলি করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!