• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৫:০৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু
ভোট গ্রহণ। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৪টা) ভারমন্ট অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ভারমন্ট অঙ্গরাজ্যে ভোট গ্রহণের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে সবগুলো অঙ্গরাজ্যেই ভোট শুরু হয়ে যাবে। নির্বাচনে মূল লড়াই হবে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে। মূলত সুইং স্টেটের ফলই নির্ধারণ করবে কে হবেন বিজয়ী।

ইতোমধ্যে নির্বাচনে প্রথম ভোটকেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নশে মাত্র তিনটি করে ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১০ জনেরও কম।

যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা ১০০ জনের কম, সেই কেন্দ্রগুলো চাইলে মধ্যরাতেই ভোট গ্রহণ শুরু করতে পারে এবং আগে ফল ঘোষণা করতে পারে। তাই এই এলাকার ভোট আগেই হয়ে যায়।

Link copied!