মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় শুরু হয়েছে। প্রথমে ভারমন্ট রাজ্যে ভোট শুরু হয়। এরপর ৬টা থেকে অন্যান্য রাজ্যেও ভোট গ্রহণ শুরু হয়। তবে কখন ভোটগ্রহণ শেষ হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, একেক রাজ্যে ভোটার সংখ্যা একেক রকম হওয়ায় এই সময়ের ব্যবধান হয়। তবে বাংলাদেশ সময় বুধবার সকাল দশটার মধ্যে সব জায়গায় ভোট গ্রহণ শেষ হবে। তবে আলাস্কা হাওয়াই রাজ্যে আরও কিছুক্ষণ পর শেষ হতে পারে।
জানা গেছে, ক্যালিফোর্নিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে সকাল ১০টাতেই শেষ হয়ে যাবে ভোট। এবার সেখানে দ্রুত ফল ঘোষণার আশা করছেন পর্যবেক্ষকরা। তবে কেউ কেউ বলছেন বিজয়ী ঘোষণা করতে একাধিক দিনও লেগে যেতে পারে।
ইতোমধ্যে নির্বাচনে প্রথম ভোটকেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নশে মাত্র তিনটি করে ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১০ জনেরও কম।
যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা ১০০ জনের কম, সেই কেন্দ্রগুলো চাইলে মধ্যরাতেই ভোট গ্রহণ শুরু করতে পারে এবং আগে ফল ঘোষণা করতে পারে। তাই এই এলাকার ভোট আগেই হয়ে যায়। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।