ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২১ ডিসেম্বর) হামলা চালানোর সময় ভুলক্রমে নিজেদের গুলিতে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে।
যুদ্ধবিমানটিতে দুজন পাইলট ছিলেন, তারা দুজনই জীবিত আছেন। নিজেদের ভুলক্রমে ছোড়া গুলি বা ‘ফ্রেন্ডলি ফায়ারেই’ এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
রোববার (২২ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) বলেছে, কোনো শত্রুপক্ষের গুলিতে বিমান ভূপাতিত হয়নি। নিজেদের ভুলেই ঘটনাটি ঘটেছে। তারপরও ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
মার্কিন বাহিনীর এই ভুলকে ‘মারাত্মক বিপর্যয়’ বলে অভিহিত করেছেন বিশ্লেষকেরা। কারণ লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এক বছরের বেশি সময় অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন একটি জায়গায় মার্কিন বাহিনীর ভুল ‘অমার্জনীয়’ বলে মনে করেন তারা।
সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলক্রমে ছোড়া গাইডেড ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর একটি এফ/এ-১৮ যুদ্ধবিমানে আঘাত করে। এই যুদ্ধবিমানটি অন্য একটি জাহাজ, ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ক্রুরা পরিচালনা করছিলেন।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে লোহিত সাগরে চলাচলকারী পণ্যবাহী ইসরায়েলি জাহাজ ও যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইয়েমেনের হুতিরা। লোহিত সাগরে এখন পর্যন্ত প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। হুতিদের থামাতে পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ও নৌবাহিনীও।