• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

রাশিয়ার পাল্টা জবাবের আশঙ্কায় যে পদক্ষেপ নিল মার্কিন দূতাবাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৭:৩৬ পিএম
রাশিয়ার পাল্টা জবাবের আশঙ্কায় যে পদক্ষেপ নিল মার্কিন দূতাবাস
কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে গাড়িবহর বের হচ্ছে। ছবি : সংগৃহীত

যুদ্ধের সহস্রতম দিনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। চলমান এ উত্তেজনার মধ্যে রুশ বাহিনী পাল্টা হামলা করতে পারে, এমন আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রুশ বিমান হামলা হতে পারে এমন তথ্য পাওয়ার পরই দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেয় মার্কিন দূতাবাস। একইসঙ্গে বিমান হামলাজনিত সতর্কসংকেত ঘোষণা করা মাত্রই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে দূতাবাস।

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ জানায়, বুধবার বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট করে তথ্য পেয়েছে তারা। এ জন্য দ্রুত দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্কতা হিসেবে দূতাবাস সাময়িক বন্ধ থাকবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল দেশটি।

Link copied!