ইরান-ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই অবস্থায় এই অঞ্চলে এফ-১৬ মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। কেন এই বিমানগুলো আনা হচ্ছে বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে এই অঞ্চলে নিজেদের অবস্থান সংহত করতেই এই উদ্যোগ নিয়েছে তারা।
শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
আনাদোলু জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) এফ-১৬ মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির সেন্ট্রাল কমান্ড জানায়, জার্মানির সামরিক ঘাঁটি থেকে মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ বিমান মোতায়েন করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, অভিযান শেষে সফলভাবে তাদের যুদ্ধবিমান দেশে ফিরে গেছে।
হামলায় ইরানের সামরিক স্থাপনায় সফল আঘাত আনার দাবি করেছে ইসরায়েল। তবে ইরানের দাবি, বেশিরভাগ হামলাই প্রতিহত করা হয়েছে। সীমিত আকারের কিছু ক্ষতি হয়েছে।
ইরান মাসখানেক আগেই ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। এরপর থেকেই মূলত ইরানে ইসরায়েল হামলা করতে পারে বলে মনে করা হচ্ছিল।