• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

যুদ্ধবিমানকে ধাওয়া দিল যুক্তরাষ্ট্র-কানাডা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০১:০৯ পিএম
যুদ্ধবিমানকে ধাওয়া দিল যুক্তরাষ্ট্র-কানাডা

চীন ও রাশিয়ার চারটি যুদ্ধবিমান ধাওয়া করেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। এ সময় যোগ দেয় কানাডারও যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের আলাস্কার পাশ থেকে সামরিক বিমানগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। 

নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।  

এনওআরএডি জানিয়েছে, বুধবার ধাওয়া দিয়ে চীন ও রাশিয়ার সামরিক বিমানগুলোকে আলাস্কার আকাশসীমার পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে চীন ও রাশিয়ার যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেনি এবং সেগুলোকে হুমকি হিসেবেও বিবেচনা করা হয়নি বলে জানিয়েছে এনওআরএডি।

এ বিষয়ে চীন ও রাশিয়া জানিয়েছে, পাঁচ ঘণ্টার বেশি সময় ওই এলাকায় তারা যৌথ টহল দিয়েছে। এদিকে, উত্তর প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের যৌথ টহলের ঘটনা এটিই প্রথম।

Link copied!