ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) এই বিমান হামলা চালানো হয়।
ইয়েমেনের সংবাদমাধ্যম আল-মাসিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এদিন মার্কিন যুদ্ধবিমান রাজধানী সানার জাবাল আল-আসওয়াদ এলাকায় তিনটি পৃথক বিমান হামলা চালিয়েছে।
ইয়েমেনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এই হামলায় অন্তত ৪ জন বেসামরিক নাগরিক শহিদ হয়েছেন এবং ২৫ জন আহত হয়েছেন।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই হামলায় শহিদদের মধ্যে ২ জন নারীও রয়েছেন। এছাড়া আহত ২৫ জনের মধ্যে ১১ জন নারী ও শিশু রয়েছে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়টি।
এই আক্রমণের ধারাবাহিকতায় মার্কিন যুদ্ধবিমান ইয়েমেনের হাজ্জাহ ও সা’দা প্রদেশেও হামলা চালিয়েছে। সেখানে আরও তিনটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেন।