জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন আজ প্রকাশিত হতে যাচ্ছে, যা গত বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করে প্রস্তুত করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদনটি উপস্থাপন করবেন। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় জাতিসংঘের ওয়েব টিভিতে এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হবে।
ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনটি ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করেছে। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে গঠিত পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ১৬ সেপ্টেম্বর থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে এই তদন্ত শুরু করে। তারা দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গোষ্ঠী ও সংস্থার সঙ্গে কথা বলে।
প্রাথমিক অনুসন্ধানে মিশনটি জানায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কমপক্ষে ৬৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ জন এবং ৫ থেকে ৬ আগস্টের মধ্যে প্রায় ২৫০ জন প্রাণ হারান। প্রতিবেদনটি মূলত গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরবে।
এটি আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করার কথা ছিল, তবে মঙ্গলবার জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, প্রতিবেদন প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আজ বুধবার জেনেভার প্যালেস ডেস নেশনসে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (ঢাকা সময় বিকেল আড়াইটায়) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এই সম্মেলনে “বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের প্রেক্ষাপটে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন” শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হবে।