• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১২ রজব ১৪৪৬

দুই ট্রামের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৮:৩১ এএম
দুই ট্রামের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের গ্রান্ড এস্ট অঞ্চলের রাজধানী স্ত্রাসবুরে দুইটি ট্রামের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (১১ জানুয়ারি) স্ত্রাসবুর স্টেশনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

খবর এএফপির।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, চলন্ত একটি ট্রাম হঠাৎ ট্র্যাক পরিবর্তন করে স্টেশনে দাঁড়ানো অপর একটি ট্রামে ধাক্কা দেয়। ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে, যাত্রীরা ট্রেনের দরজা ভেঙে ভেতরে আটকে পড়াদের সাহায্য করছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম দুটির সমস্ত যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর ওই অঞ্চলে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংকেত ব্যবস্থায় ত্রুটি নাকি কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু হয়েছে।

Link copied!