যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে অ্যারিজোনা রাজ্যের মারানা আঞ্চলিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ইন্দো-এশিয়ান নিউজ এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করছেন কর্মকর্তারা।
মার্কিন জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের প্রাথমিক তথ্য অনুসারে, বুধবার সকালে রানওয়ে ১২-তে আকাশে থাকা অবস্থায় দুটি বিমান সংঘর্ষে লিপ্ত হয়। বিমানবন্দরের রানওয়ের মধ্যেই এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর আগুন ধরে যায় বিমানে।
হতাহতদের সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়নি বলে প্রতিবেদন জানিয়েছে।
ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষের কয়েক সপ্তাহ পর এই সংঘর্ষের ঘটনা ঘটল। ওই ঘটনায় ৬৪ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য নিহত হন।