• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাপানে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ০৬:৪৬ পিএম
জাপানে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫
আগুনে পুড়ছে জাপান এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে কোস্ট গার্ডের বিমানের সঙ্গে আরেক যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। এতে জাপান এয়ারলাইন্সের এক বিমানে আগুন ধরে যায়। এই ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ বিষয়ে জাপান এয়ারলাইন্স জানায়, তাদের বিমানে থাকা ৩৭৯ জন আরোহীকে উদ্ধার করা হয়েছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের ছবিতে দেখা যায়, রানওয়েতে চলন্ত যাত্রীবাহী বিমানে দাউ দাউ করে আগুন জ্বলছে।

এনএইচকে জানায়, বিমানে থাকা ৩৬৭ জন যাত্রী এবং ১২ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আটজন শিশু। নিহতরা কোস্ট গার্ডের বিমানের আরোহী।

এদিকে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সাংবাদিকদের তিনি পাঁচজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। কোস্ট গার্ডের ওই বিমানের ক্যাপ্টেন গুরুতর আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, কোস্ট গার্ডের ওই বিমানে করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ঠিক কী কারণে দুই বিমানের সংঘর্ষ হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!