বিএসএফের ক্যাম্প থেকে লাপাত্তা দুই নারী কনস্টেবল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০১:১২ পিএম
বিএসএফের ক্যাম্প থেকে লাপাত্তা দুই নারী কনস্টেবল

বিএসএফ প্রশিক্ষণ একাডেমি গোয়ালিয়রের তেকনপুর থেকে নিখোঁজ হয়েছেন দুই নারী কনস্টেবল। প্রায় এক মাস পেরিয়ে গেলেও হদিস মেলেনি আকাঙ্ক্ষা নিখার ও শাহানা খাতুন নামের ওই দুইজনের। তাদের খোঁজে মাঠে নেমেছে দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এ ঘটনায় আন্তর্জাতিক সীমান্তেও সতর্কতা জারি করা হয়েছে।   

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ওই দুই নারী কনস্টেবল ২০২১ সাল থেকে একাডেমিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন। দুইজনই গত মাসের ৬ জুন নিখোঁজ হন।

তদন্তে তাদের ফোনে সন্দেহজনক কার্যকলাপ পেয়েছে নিরাপত্তা বাহিনী। দুই কনস্টেবলের ফোন ট্র্যাক দেখতে পান মোবাইল ফোন দুটি নয়াদিল্লি, হাওড়া এবং বহরমপুরে ঘোরাঘুরি করছে।

এদিকে প্রশিক্ষণ একাডেমি থেকে দুই নারী সদস্য নিখোঁজ হয়ে নড়চড়ে বসেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। এই ঘটনা উদ্বেগের পাশাপাশি স্বেচ্ছায় একাডেমি ত্যাগের কারণ নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা, তা নিয়ে সন্দেহের দানা বাঁধছে।
 

Link copied!