ইংল্যান্ডের পূর্ব দিকে বেডফোর্ডশায়ার অঞ্চলের প্রধান শহর লুটন। আগামী ৪ মে এ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুমি বেগম ও মাহবুবুল কারীম সুয়েদ।
কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত রুমি বেগম নির্বাচনে বাঙালি অধ্যুষিত বিচ হিল ওয়ার্ড থেকে লেবার দলের হয়ে নির্বাচন করছেন। তবে তিনি একাই এই দলের প্রার্থী নন। তার সঙ্গে নিজ দলের অপর দুই প্রার্থীও রয়েছেন।
অপরদিকে পেশায় সাংবাদিক মাহবুবুল কারীম সুয়েদ লিবারেল ডেমোক্রেট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুয়েদ ইউকে বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাবেক কার্যনির্বাহী সদস্য।
প্রসঙ্গত, লুটন শহরে প্রায় ২৭ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। এর আগে লুটন কাউন্সিলের নিয়ন্ত্রণ ছিল লিবারেলদের হাতে। তবে লেবার পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ শহর। আর এর অন্যতম কারণ প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশ এখানকার ভোটার। ব্রিটেনে যে তিনটি শহরে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু, তার মধ্যে লুটন একটি।
আগামী ৪ মে দুই বাংলাদেশি প্রার্থীর একজনকে বেছে নেবেন ভোটাররা।