• ঢাকা
  • রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০, ৭ রমজান ১৪৪৫

কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০১:৪০ পিএম
কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

কানাডা ও মেক্সিকো থেকে আসা অধিকাংশ পণ্যের ওপর আরোপ করা ২৫ শতাংশ শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের দুই বড় বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকোকে দেওয়া এ ছাড়ের মেয়াদ আগামী ২ এপ্রিল শেষ হবে। তখন সব মার্কিন বাণিজ্য অংশীদারদের পণ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, ‘২ এপ্রিল আমরা (আমদানি) পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করতে যাচ্ছি। আশা করছি, যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল আসা বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেবে মেক্সিকো ও কানাডা, যাতে এই অংশটি আলোচনা থেকে বাদ পড়ে যায়। আমরা শুধু পারস্পরিক শুল্ক আলোচনায় এগিয়ে যাব।’

যুক্তরাষ্ট্রের দাবি, ফেন্টানাইল ওভারডোজ থেকে মৃত্যুর ঘটনা ঘটে। আর এ কেমিক্যালটি চীন থেকে কানাডা ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকে। এজন্য গত ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করে প্রথম দিনই যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। একইসঙ্গে চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি।

এরপর গত মঙ্গলবার (৪ মার্চ) ট্রাম্প কানাডা ও মেক্সিকো—এ উভয় দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এর দুদিন পর গতকাল সকালে শুধু মেক্সিকোকে এ পদক্ষেপ থেকে সাময়িক সময়ের জন্য অব্যাহতি দেন তিনি। তবে এদিন এক সংশোধনীতে কানাডাকেও এই ছাড়ের অন্তর্ভুক্ত করা হয়। এই তিনটি দেশই ‘নর্থ আমেরিকান’ বাণিজ্য চুক্তির অংশীদার।

এদিকে ট্রাম্পের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫ বিলিয়ন (১২ হাজার ৫০০ কোটি) কানাডীয় ডলারের প্রতিশোধমূলক শুল্ক আরোপের বিষয়টি সাময়িক স্থগিত করার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির অর্থমন্ত্রী ডোমিনিক লাব্লাঙ্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!