দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার খুব কাছাকাছি রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে যেতে এই রিপাবলিকান প্রার্থীর প্রয়োজন আর মাত্র ২২টি ইলেকটোরাল ভোট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৪৮টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ভোট। এদিকে গুরুত্বপূর্ণ ৬টি দোদুল্যমান রাজ্যেও বিপুল ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।
বিবিসি, এপিসহ বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় বেশিরভাগ ভোট গণনা শেষ হয়েছে। এই রাজ্য তিনটিতে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
এছাড়া নেভাদা, অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, মিনেসোটা, আলাস্কায়ও এগিয়ে আছেন ট্রাম্প। সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।
মিশিগান রাজ্যে এগিয়ে রয়েছেন কমলা। তবে সেখানে এ পর্যন্ত মাত্র ৩২ শতাংশ ভোট গণনা হয়েছে। এছাড়া মেইন রাজ্যেও এগিয়ে আছেন কমলা। তবে সেখানে ইলেকটোরাল ভোট মাত্র তিনটি।
নর্থ ক্যারোলাইনায় বড় জয় পেয়েছেন ট্রাম্প। সেখানে ১৬টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। ওই অঙ্গরাজ্যে রিপাবলিকানদের জয় গুরুত্বপূর্ণ হলেও তা ঐতিহাসিক ভোটের ধারাকে ধরে রেখেছে।
অন্যদিকে বড় রাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ায় জয় পেয়েছেন কমলা। ফলে এ রাজ্যের ৫২টি ইলেকটোরাল ভোট গেছে তারা শিবিরে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।