• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

৬ ভোটারের কেন্দ্রে সমান ভোট পেলেন ট্রাম্প-কমলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০২:২৫ পিএম
৬ ভোটারের কেন্দ্রে সমান ভোট পেলেন ট্রাম্প-কমলা

এক ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা ৬ জন। এরই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শেষ হয়েছে ভোট গণনাও। গণনা শেষে দেখা গেল সমান তিনটি করে ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ভোটকেন্দ্রটি হলো নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের উত্তরে অবস্থিত ছোট্ট শহর ডিক্সভিল নচে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের দিনে প্রথম ভোট হয় নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে শহরে। স্থানীয় নির্বাচনী আইন অনুযায়ী, মধ্যরাতের পরপরই সেখানে ভোট গ্রহণ শুরু হয় ও সব নিবন্ধিত ভোটার কিছুক্ষণের মধ্যে ভোট দিয়ে দেন। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের অন্য কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়ে থাকে।

ঐতিহ্য অনুযায়ী, সোমবার মধ্যরাতে ডিক্সভিল নচে শহরের বাসিন্দারা ভোট দেন। বাদ্যযন্ত্রের সাহায্যে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের সুর বাজানোর মধ্য দিয়ে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় সেখানে সাংবাদিকদের ভিড় জমেছিল।

১৯৬০ সাল থেকে স্থানীয় বাসিন্দারা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে এ ঐতিহ্য অনুসরণ করে আসছেন। ২০২০ সালের নির্বাচনে ডিক্সভিল নচে শহরের বাসিন্দারা তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিলেন। ১৯৬০ সালে মধ্যরাতে ভোট গ্রহণের রীতি চালু হওয়ার পর থেকে বাইডেন দ্বিতীয় কোনো প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, যিনি ওই শহরের সব ভোটারের ভোট পেয়েছিলেন।

Link copied!