• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

চীনের ওপর চড়া শুল্ক শিথিলের ইঙ্গিত ট্রাম্পের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৬:২৯ পিএম
চীনের ওপর চড়া শুল্ক শিথিলের ইঙ্গিত ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। ফাইল ছবি: ইপিএ

চীনের ওপর আরোপিত চড়া শুল্ক শিথিলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প বলেছেন, চীনের ওপর আমি আর শুল্ক বৃদ্ধি করতে চাই না। নইলে এক পর্যায়ে মানুষ আর কিছু কিনবে না।

গত ২ এপ্রিল চীনসহ কয়েক ডজন দেশের ওপর দেদারসে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এদিকে, চীন পাল্টা শুল্ক আরোপ করায় নাখোশ হন ট্রাম্প। তিনি চীনের ওপর শুল্ক বৃদ্ধি করতে থাকলে সেটা শেষ পর্যন্ত ২৪৫ শতাংশে গিয়ে ঠেকে।

তবে এই পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং ট্রাম্পের মন্তব্যে ধারণা করা যাচ্ছে, আপাতত শুল্ক নিয়ে আগ্রহ হারাচ্ছে মার্কিন প্রশাসন।

ট্রাম্প আরও বলেছেন, আমি হয়ত শুল্ক আর বৃদ্ধি করব না, বরং সেটা হ্রাস করার চিন্তা করতে পারি। কারণ, আমরা চাই, মানুষ কেনাকাটা জারি রাখুক। কিন্তু এমন একটা পর্যায় আসতে পারে, যখন মানুষ আর কিছু কিনতে চাইবে না।

গত ৯ এপ্রিল চীন বাদে অধিকাংশ দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে সবার জন্য সাধারণ ১০ শতাংশ শুল্ক জারি থাকে। এই তিন মাসে বিভিন্ন দেশের সঙ্গে নতুন বাণিজ্য নীতি নিয়ে আলোচনা করবে যুক্তরাষ্ট্র।

কয়েকদিনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর গত সপ্তাহে চীন ঘোষণা করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আর সংখ্যার প্রতিযোগিতায় আগ্রহী নয় তারা। তবে ওয়াশিংটনের কোনও পদক্ষেপে তারা ক্ষতিগ্রস্ত হলে ছাড় দেওয়া হবে না বলেও হুমকি দেয় বেইজিং।

গতকালের সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, দ্বিপাক্ষিক বাণিজ্য নীতি সংস্কারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন যোগাযোগ করেছে। আলোচনা হলে নতুন চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

তবে বিভিন্ন সূত্রের ভিত্তিতে রয়টার্স দাবি করছে, দু দেশের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কোনও সম্ভাবনা এখনও দেখা যায়নি।  এমনকি, সম্ভাব্য ওই বৈঠকে আলোচনার প্রকৃতি কী, এবং তাতে শি জিনপিং অংশগ্রহণ করবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!