• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,

পুতিনকে ট্রাম্পের ফোন, যুদ্ধ বাড়াবেন না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ১০:১৭ এএম
পুতিনকে ট্রাম্পের ফোন, যুদ্ধ বাড়াবেন না

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেনে যুদ্ধ না বাড়ানোর জন্য পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। 

স্থানীয় সময় রোববার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার ফ্লোরিডা থেকে পুতিনকে ফোন করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র এক দিন পরই এই ফোনালাপ হয়। 

এ নিয়ে ট্রাম্পের প্রতিনিধিদের কাছ থেকে কোনো বক্তব্য পায়নি এএফপি।

এ ফোনালাপ সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি এএফপিকে জানান, ফোনালাপে ট্রাম্প পুতিনকে ইউরোপে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতির কথা মনে করিয়ে দেন। পাশপাশি তিনি শিগগিরই ইউক্রেনের যুদ্ধের সমাধান নিয়ে আরও আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেন।  

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। মার্কিন ধনকুবের ইলন মাস্কও এই ফোনালাপে যোগ দেন।  

জেলেনস্কি এই ফোনালাপকে চমৎকার বলে আখ্যায়িত করেছেন। ফোনালাপের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ট্রাম্প সংলাপ বজায় রাখতে এবং সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছেন।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছে, ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের আগেই তারা ইউক্রেনে যতটা সম্ভব সহায়তা পাঠাবে। বাইডেনের প্রশাসনের যাত্রা শুরুর পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত ১৮ দশমিক ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নির্বাচনী প্রচারে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেবেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প সম্ভবত ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দেবেন। ট্রাম্প পুতিনের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারেন, যা জেলেনস্কিকে অনেক কিছু স্বীকার করে নিতে বাধ্য করতে পারে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!