• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েল-ঘনিষ্ঠ নারীকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলেন ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৫:৩৪ পিএম
ইসরায়েল-ঘনিষ্ঠ নারীকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই নিজের মতো করে প্রশাসন সাজাতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ‘চিফ অফ স্টাফ’ পদে সুসি ওয়াইলসের পরে এবার জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত পদে এলিস স্টেফানিককে নিয়োগ দিলেন তিনি।

এলিসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা ঘোষণা করে ট্রাম্প সমাজমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, “আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্যভাবে শক্তিশালী, অনমনীয় এবং চৌকস আমেরিকান। তিনি প্রথমসারির যোদ্ধা।”

আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে রিপাবলিকান পার্টির সদস্য এলিসের ‘ইজরায়েলের বন্ধু’ হিসেবে পরিচিতি রয়েছে। তাকে জাতিসংঘে আমেরিকার প্রতিনিধি নিয়োগ করা ট্রাম্পের ‘তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত’ বলে মনে করছে রিপাবলিকান পার্টির একাংশ। রোববার এলিসের পাশাপাশি টম হোমাননে আমেরিকার সীমান্ত নিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন ট্রাম্প।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!