সুইং স্টেটগুলোয় কমলার চেয়ে এগিয়ে ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ১২:২৮ পিএম
সুইং স্টেটগুলোয় কমলার চেয়ে এগিয়ে ট্রাম্প

আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যে সব সুইং স্টেটে জনমত জরিপে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন তারা। 

সবশেষ জরিপ অনুযায়ী, সুইং স্টেটগুলোয় কমলা হ্যারিসের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

অ্যাটলাস ইন্টেল পরিচালিত সবশেষ জরিপে এ তথ্য জানানো হয়।

নভেম্বরের প্রথম দুই দিনে পরিচালিত এ জরিপে অংশ নেন যুক্তরাষ্ট্রের আড়াই হাজার ভোটার। অংশগ্রহণকারীর অধিকাংশই ছিলেন নারী।

সুইং স্টেটগুলোয় চালানো আরেকটি জরিপে দেখা গেছে, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া ও উইসকনসিনে জয় পাবে রিপাবলিকান।

অ্যারিজোনায় ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। আর হ্যারিসের পক্ষে ৪৫ দশমিক ১ শতাংশ। নেভাদায় জনগণ কাকে ভোট দেবে জানতে চাইলে ৫১ দশমিক ৪ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করেছেন এবং ৪৫ দশমিক ৯ শতাংশ ভোটার হ্যারিসকে ভোট দিয়েছেন।

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন এবং হ্যারিস পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণে সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুইং স্টেটগুলো। এসব রাজ্যে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং সেগুলোর ফলাফল আগে থেকে অনুমান করা অনেক কঠিন। 

দেশটির ৫০ অঙ্গরাজ্যের মধ্যে সাতটিকে সুইং স্টেট হিসেবে ধরা হয়, যেগুলো ব্যাটলগ্রাউন্ড নামেও পরিচিত।

Link copied!