বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প, দ্রুত এগোচ্ছেন কমলাও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ১০:১৬ এএম
বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প, দ্রুত এগোচ্ছেন কমলাও

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট।

বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে ‘ম্যাজিক’ সংখ্যা বলা হয়। এই হিসাবে ‘ম্যাজিক’ সংখ্যা স্পর্শ করতে ট্রাম্পের আর মাত্র ৫৬টি ইলেকটোরাল কলেজ ভোট দরকার।

এদিকে সাত দোদুল্যমান রাজ্য এগিয়ে রয়েছেন ট্রাম্প। দোদুল্যমান সাত রাজ্য হচ্ছে রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন।

নিউইয়র্ক টাইমস বলছে, সাত রাজ্যের মধ্যে জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা ট্রাম্প প্রায় নিশ্চিত জেতার পথে। প্রেসিডেন্ট হতে গেলে কমলা হ্যারিসকে এসব রাজ্যের মধ্যে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে জিততেই হবে। তবে এ তিন রাজ্যেও এখন ট্রাম্প এগিয়ে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।

Link copied!