ট্রাম্প প্রশাসন ফেডারেল সরকারকে সংকুচিত করার লক্ষ্যে শিক্ষা বিভাগের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। বুধবার (১২ মার্চ) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) এই ঘোষণা করা হয়। তবে এই সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই গণ ছাঁটাইয়ের ফলে ২১ মার্চ থেকে প্রায় ২ হাজার ১০০ জন কর্মীকে ছুটিতে পাঠানো হবে। ইতিমধ্যে ১ হাজার ৩১৫ জন কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে বলে একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে শিক্ষা বিভাগে ৪ হাজারের বেশি কর্মী ছিল। এই ছাঁটাইয়ের পর শিক্ষা বিভাগে মাত্র ২ হাজার ১৮৩ জন কর্মী অবশিষ্ট থাকবেন। ট্রাম্প বারবার পুরো বিভাগের বিলুপ্তির পক্ষে মত দিয়েছেন।
ট্রাম্প দীর্ঘদিন ধরে এই বিভাগটি বাতিল করার চেষ্টা করছেন। এটি কিছু রক্ষণশীলদের দীর্ঘদিনের লালিত লক্ষ্য, কিন্তু এই ধরনের পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই বিভাগটি পাবলিক স্কুলের জন্য তহবিল তদারকি করে, ছাত্র ঋণ পরিচালনা করে এবং নিম্ন আয়ের শিক্ষার্থীদের সাহায্যকারী প্রোগ্রাম পরিচালনা করে।
উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের লাখ লাখ নাগরিক দ্বারা ব্যবহৃত ফেডারেল ছাত্র ঋণ পরিচালনা এবং তত্ত্বাবধানেও সংস্থাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।