বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) রাতে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
সিদামা রাজ্য সরকারের মুখপাত্র ওসেনিয়েলেহ সিমিওন জানান, নিহতদের মধ্যে ৬৮ জন পুরুষ ও তিন নারী। এ ছাড়া আহতদের বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক।
সিমিওন বলেন, “সামনে সেতুতে ওঠার কথা থাকলেও তা না করে ট্রাকটি দিক হারিয়ে নদীতে পড়ে যায়। সড়কটিতে অনেক বাঁক ছিল। ট্রাকে থাকা যাত্রীদের অনেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। অনেকেই তাদের পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন।”
সিমিওন আরও বলেন, “স্থানীয় ট্রাফিক পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছে ট্রাকটি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করছিল আর এ কারণেই সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে।”