ভ্রমণ ভিসায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়ে ভিক্ষাবৃত্তির জন্য রমজানের প্রথম দুই সপ্তাহে ২০২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
দুবাই পুলিশের পরিচালক (সন্দেহভাজন এবং অপরাধ বিভাগ) আলি সালেম আল শামসি বলেন, “গ্রেপ্তারদের অধিকাংশই বিদেশি নাগরিক। তারা ভ্রমণ ভিসায় এসে কম সময়ে বেশি অর্থের জন্য ভিক্ষাবৃত্তি শুরু করেন।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ১১২ জন পুরুষ ও ৯০ জন নারী। ভিক্ষাবৃত্তিতে অভিযুক্তদের সর্মনিম্ন ৫,০০০ দিরহাম জরিমানা ও তিন মাস পর্যন্ত জেলের শাস্তি হবে। আর যারা ভিক্ষাবৃত্তিকে সংগঠিত করছেন বা বাইরে থেকে লোক এনে এখানে ভিক্ষাবৃত্তি করাচ্ছেন, তাদের সর্বনিম্ন ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ দিরহাম জরিমানা হবে।
মানুষকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত না হওয়ার আহ্বান জানিয়ে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে পুলিশকে কল দেওয়ার কথা বলেছেন আলি সালেম আল শামসি। একই সঙ্গে নিম্নবিত্তদের জন্য সহায়তা নিশ্চিতে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।