• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০২:১২ পিএম
ভারতে প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত
পিলাটাস পিসি-৭ এমকে-২ মডেলের একটি উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। তাদের একজন বিমানবাহিনীর প্রশিক্ষক, অন্যজন প্রশিক্ষণার্থী।

সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সোমবার সকালে তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানায়।

পোস্টে বলা হয়, পিলাটাস পিসি-৭ এমকে-২ মডেলের প্রশিক্ষণ উড়োজাহাজটি হায়দরাবাদের ভারতীয় বিমানবাহিনী একাডেমি (এএফএ) থেকে উড্ডয়ন করেছিল। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে দুজন আরোহী নিয়ে সেটি আকাশে উড়েছিল।

দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে ভারতীয় বিমানবাহিনী ঘটনাটি তদন্ত করে দেখছে। তবে দুর্ঘটনায় বেসামরিক কেউ হতাহত হননি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!