লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) অধিকৃত গোলান মালভূমিতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইম অব ইসরায়েল।
মঙ্গলবার (২ জুলাই) ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার মুহাম্মদ নিমাহ নাসের নিহত হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত ২০০ রকেট নিক্ষেপ করে। পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি ২০টি ড্রোন হামলাও চালায়। এতে ইসরায়েলের ওই শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন।
এ বিষয়ে টাইম অব ইসরায়েল জানিয়েছে, নিহত সেনা কর্মকর্তার নাম মেজর ইতাই গালেয়া। তিনি ইফতা রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হিজবুল্লাহর রকেটের সরাসরি আঘাতে তার মৃত্যু হয় বলেও জানায় সংবাদমাধ্যমটি।
গত ৯ মাসের মধ্যে বৃহস্পতিবারই হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে জানিয়ে ইসরায়েলি গণমাধ্যমটি বলেছে, এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায়।