ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে অস্ত্রধারীদের গুলিতে তিন ভারতীয় সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নিরাপত্তা বাহিনীর দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার হালান বনাঞ্চলের উঁচু এলাকায় অনুসন্ধান অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
শনিবার (৫ আগস্ট) দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কুলগামের হালান বনাঞ্চল এলাকায় সন্দেহজনক গতিবিধি টের পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় সেখানে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।
যৌথবাহিনী চারদিক থেকে ঘিরে ফেললে বিচ্ছিন্নতাবাদীরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তখনই জঙ্গিদের ছোড়া গুলিতে নিহত হন তিন সেনা জওয়ান। ওই এলাকায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের কবল থেকে নিয়ন্ত্রণ নিতে এখনও অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
ভারতীয় সেনাবাহিনীর একটি টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, এলাকায় আরও সেনা পাঠিয়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
এর আগে গত এপ্রিল এবং মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় দুটি পৃথক জঙ্গি হামলায় ভারতীয় সেনাবাহিনীর ১০ সদস্য নিহত হন।