হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শোক মিছিলে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২১ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজের একটি কেন্দ্রীয় চত্ত্বরে জড়ো হচ্ছেন তারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হাজার হাজার শোকার্ত মানুষ ইরানের পতাকা ও রাইসির ছবি হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন কেন্দ্রীয় চত্বরের দিকে। সেখানে সর্বস্তরের মানুষ রাইসিকে শ্রদ্ধা জানাবেন।
আল জাজিরার প্রতিবেদক রেসুল সেরদার তেহরান থেকে বলেন, “বেশ কয়েকটি জায়গায় রাষ্ট্রীয় মর্যাদায় রাইসির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির–আব্দুল্লাহিয়ানের মরদেহ তেহরানে পাঠানো হবে।”
রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে পাহাড়ি এলাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছে।
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১৬ ঘণ্টার টানা অভিযান শেষে সোমবার হেলিকপ্টারটির খোঁজ পায় উদ্ধারকারী দল।
ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান মোহাম্মদ নামি বলেছেন, “নিহত আরোহীদের শনাক্ত করার জন্য কোনো ডিএনএ পরীক্ষার প্রয়োজন নেই। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ফ্লাইট ক্রুসহ মোট ৯ জন নিহত হয়েছেন।”
ইব্রাহিম রাইসির মৃত্যুতে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি। এ ছাড়া ইরানের প্রিয় জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাইসির মৃত্যুতে ইরাক, লেবানন, সিরিয়া, পাকিস্তানও রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
বার্তা সংস্থা আনাদোলু আরও জানিয়েছে, প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাজা আজ মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল বুধবার রাইসির মরদেহ ইরানের মধ্যাঞ্চলীয় শহর কোম-এ নিয়ে যাওয়া হবে, যেখানে রাইসি পড়াশোনা করেছেন।
কোমে দ্বিতীয় জানাজা শেষে, তাদের মরদেহ রাজধানী তেহরানে আনা হবে। রাজধানীতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাদের জন্য জানাজা নামাজে ইমামতি করবেন বলে আশা করা হচ্ছে।
এরপর বৃহস্পতিবার রাইসিকে ইমাম রেজার মাজারে দাফনের জন্য তার নিজ শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে।