হাইতিতে সংঘবদ্ধ একটি গ্যাংয়ের ১৩ সদস্যকে পিটিয়ে ও পুড়িয়ে মেরে ফেলেছে উত্তেজিত জনতা। দেশটির রাজধানীতে পুলিশ এই গ্যাংয়ের সদস্যদের গাড়ি তল্লাশি করছিল। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধরের পর আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে এ তথ্য জানানো হয়।
বিবিসির তথ্যানুসারে, সোমবার (২৪ এপ্রিল) রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সন্দেহভাজন গ্যাংয়ের সদস্যদের পেট্রল-ভেজা টায়ার দিয়ে মারধর করা হয়। এরপর তাদের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশ বলছে, এই ঘটনার আগ মুহূর্তে গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। জনসাধারণ কীভাবে সন্দেহভাজনদের ধরে ফেলেছিল সেই ব্যাখ্যা দেয়নি পুলিশ।