একটুর জন্য প্রাণে রক্ষা পেলেন আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডে কির্চনার। একটি ভিডিও ফুটেজের বরাত দিয়ে বিবিসি জানায়, ক্রিস্টিনার মাথা বরাবর বন্দুকধারী গুলি চালালেও গুলি বের হয়নি।
ক্রিস্টিনা তখন আদালত থেকে বাড়ি ফিরছিলেন। দুর্নীতির মামলায় বিচার চলছে তার। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
ভিডিও ফুটেজে দেখা যায়, ক্রিস্টিনার কাছাকাছি ভিড় করেছেন তার সমর্থকরা। সেসময় তার মাথা তাক করে গুলি চালানোর চেষ্টা করে আততায়ী। তবে গুলি বের হচ্ছিল না।
পুলিশ ওই বন্দুকধারীকে আটক করেছে এবং হামলার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে।
ক্রিস্টিনা ২০০৭ - ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে চার বছর দেশটির ফার্স্ট লেডি ছিলেন তিনি।