জাতিসংঘের সাধারণ পরিষদে এবারো আসন পায়নি তালেবান সরকার। তৃতীয় বারের মতো আসন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে সংস্থাটি। তাই এবারো জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে নিযুক্ত থাকছেন সাবেক আফগান সরকার নিযুক্ত প্রতিনিধি নাসির আহাম্মদ ফাইক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা প্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘ এ বিষয়ে জানিয়েছে, তারা তালেবান সরকারের পক্ষ থেকে এবং আফগানিস্তানের সাবেক সরকারের প্রতিনিধির পক্ষ থেকে দুটি চিঠি পেয়েছে।
জাতিসংঘ বলছে, বর্তমান তালেবান সরকার স্বীকৃতি পাওয়ার জন্য অবশ্যই শিক্ষা ও কর্মক্ষেত্রে নারী অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। একইসঙ্গে গঠন করতে হবে অন্তর্ভুক্তিমূলক সরকার। পাশপাশি তাদের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা মেনে চলতে হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে ক্ষমতায় আসে তালেবান সরকার। এরপর থেকে জাতিসংঘের কাছে তিন দফায় আসনটির জন্য চিঠি দিয়ে আসছিল তারা। তবে জাতিসংঘ দেশটির নারীশিক্ষা ও অধিকারসহ বিভিন্ন ইস্যু বিবেচনায় রেখে তা এড়িয়ে যাচ্ছে।
সূত্র : খামা প্রেস নিউজ এজেন্সি