• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথম বুথফেরত জরিপের ফল প্রকাশে যা জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৫:৫৮ এএম
প্রথম বুথফেরত জরিপের ফল প্রকাশে যা জানা গেল

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টা নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যেই একটি বুথফেরত জরিপ প্রকাশ পেয়েছে।

সিএনএন-এর জাতীয় বুথফেরত জরিপের প্রাথমিক ফলাফল অনুসারে, চলতি বছরের নির্বাচনে প্রায় তিন-চতুর্থাংশ ভোটার আজ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রে যেভাবে ভোট চলছে তা নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন।

জরিপ মতে, মাত্র এক-চতুর্থাংশ ভোটার নিজেদের উৎসাহী বা জাতির অবস্থা নিয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন। এছাড়া ১০ জনের মধ্যে ৪ জনেরও বেশি অসন্তুষ্ট এবং ১০ জনের মধ্যে ৩ জন বলেছেন যে তারা রাগান্বিত। কিন্তু অনেক ভোটারই এখনও আশাবাদী। ১০ জনের মধ্যে ৬ জনেরও বেশি বলেছেন যে, যুক্তরাষ্ট্রের সেরা দিনগুলো আছে ভবিষ্যতে এবং মাত্র এক-তৃতীয়াংশ মনে করছেন, তারা ইতোমধ্যে অতীতে রয়েছেন। 

২০২৪ সালের সাধারণ নির্বাচন নিয়ে সিএনএন-এর এক্সিট পোলে হাজার হাজার ভোটারের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত রয়েছে। যারা নির্বাচনের দিন ব্যালটে কিংবা যারা আগাম ভোট দিয়েছেন অথবা অনুপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, যেকোনো নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে বুথফেরত জরিপ। নির্বাচনী কৃর্তপক্ষের ফল ঘোষণার আগে এই সমীক্ষাগুলোর দিকেই তাকিয়ে থাকে সবাই। এ নিয়ে চলে বিস্তর চর্চা। 

বিভিন্ন কেন্দ্রে মানুষের ভোট দেওয়া হয়ে গেলে ভোটারদের মধ্যে এই সমীক্ষা চালানো হয়। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই কোথায় কোন দল কতগুলো আসন পাবে, তার ভবিষ্যদ্বাণী করে বুথফেরত সমীক্ষা। 

সাধারণত, কয়েকটি নির্বাচনী সংস্থা এই ধরনের সমীক্ষার আয়োজন করে থাকে। ভোটারদের ‘মনের কথা’ জানতে তারা ব্যবহার করে বেশ কিছু কৌশল। তার মাধ্যমেই তৈরি করা হয় নির্বাচনের সম্ভাব্য ফল। যদিও অনেক সময়, এই জরিপ থেকে ভোটের আসল চিত্র পাওয়া যায় না।
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!